শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ  

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ  

দিনাজপুরের নবাবগঞ্জে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি লাভ, এই ভিশনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   

শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের হলরুমে ভাদুরিয়া  ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমির আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, জামায়াত ইসলামকে যারা ভালোবাসেন তাদের এই কর্মী ও সুধী সমাবেশের মাধ্যমে মানুষের বিপদে আপদে পাশে দাড়ানোর আহ্বান করা হচ্ছে। জামায়াতে ইসলামীর মাধ্যমে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত হলে জামায়াতে ইসলামী যেন তাদের পাশে দাঁড়াতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী  (যুব বিভাগের) সভাপতি সেলিম রেজা প্রমুখ।

টিএইচ